সাজাও যতোই প্রাসাদখানি ইট-পাথরের শৈল্পিক সাজে,  
মন্দ সে হয় পৃষ্ঠতলে যদি মন্দ থাকে তোমার মনোমাঝে।  

এ পৃথিবীর কোল যতোই সাজুক করুণাময়ের আশীর্বাদে,
তোমার অন্তর আঁধারভরা শপেছো যে তারে মন্দের ফাঁদে।  

মানুষটা যে তুমি নিকৃষ্ট হয়েছো শুধু মন্দ কাজ করে করে,
ভাবো নাই কবে মুক্তি পাবে তুমি পুণ্যের শুদ্ধ সুপথ ধরে।  

অযুত নিযুত যন্ত্রণার তীরগুলো যখন চারিদিকে দেয় হানা,  
মন্দ কাজের মন্দ চৌহদ্দি থেকে বিমুক্তির পথ নেই জানা!    
      
যে জীবনটাকে তুমি নীচু চিন্তায় হীন মানসে করো বরবাদ,  
সে জীবনে রক্ষাবুহ্য গড়ে তুলে কি মুক্তিকে করবে আস্বাদ?    

পেশীর শক্তি বা অস্ত্র গোলাবারুদে মন্দ দূর হয়েছে কখন?
মন্দ কাজ হতে আত্মরক্ষায় দরকার একটি সুপরিচ্ছন্ন মন।

মন্দ থেকে যদি বিমুক্ত হতে চাও মনটাকে তবে শুদ্ধ করো,
শুদ্ধ মনের মানুষ হয়েই তবে সুন্দরতম মানবপৃথিবী গড়ো।