সারাজীবন অভাবের মাঝে যে জীবনের যাপন হয়,
নিকৃষ্ট সে জীবনটা যে যোগ্য মানুষের জীবনই নয়।
কাঁটায় ভরা চলার পথেই চলন যে জন নিত্য করে,
সে পথ পার হওয়ার আগেই কাঁটা বিঁধে সেই মরে।
কষ্টে কষ্টে দিনগুলো যায় রাত্রিগুলোয় যন্ত্রণার ভার
একটা লগন সুখ পায় না সে জনের জীবন যে আর!
দুচোখ থেকে অশ্রু ঝরে গাল গড়িয়ে দুঃখের গাথা
যে জীবনের মর্ম গড়ে সে জীবন শুধু মরণের কাঁথা।
একপেশে বেদনা-যন্ত্রণা যদি থাকে এ জীবন ঘিরে
সে জীবন জীবনহীনতা যে, সমাপ্তি যার মৃত্যু তীরে।
সে জীবনকে জীবন যাবে না বলা যা শুধুই জ্বালাময়,
আনন্দ-মাধুর্যহীন জীবন যে মানব জীবনের রূপ নয়।
জীবন হচ্ছে এক ক্ষণে দুঃখের পর অন্য ক্ষণের সুখ,
বেদনা ভারে বিষণ্ণ মুখের পরে আনন্দের হাসি মুখ।