কোন্ কপাল নিয়ে কে জন্মালো কার ঘরে কবে-
আড়ি পেতে, দূত বাহনে জেনে কোন্ লাভ হবে?    

জন্মে সে ধনীর দুলাল হোক- তা অতি কিছু নয়,
কর্মগুণে সে মানুষ হচ্ছে কি না তা বিবেচ্য বিষয়।        

কর্মঠ যে জন হার মানে না কভু দারিদ্রের কাছে,
তার মতো সাহসী বীর কি আর এ জগতে আছে?

নানান কর্মের প্রসারে যে জীবন ব্যস্ত সব সময়,  
তেজ-প্রদীপ্ত সে জীবন থাকে শুধুই আলোকময়।  

দেহ পেশী জোর আছে তবু যার কাজে নেই মন,  
করুণা-ভিক্ষায় চলে সেই নিষ্কর্মার নিকৃষ্ট জীবন।      
    
যে বোঝে না কর্মের মর্ম, ব্যস্ত দুঃখ ভরা গীতে,  
জনমই যে বৃথা যায় তার এই মানব মেদিনীতে।  

কর্মহীন জীবন নিয়ে যে ভুবনে নিত্য করে বাস,  
হতাশার কাফনে মোড়ানো সে এক জীবন্ত লাশ।