মানব জীবন হলো একটি মহাসমুদ্র তরঙ্গে তরঙ্গে উত্তাল
প্রমত্ত প্রবাহে সে সমুদ্রের জল থামে নাতো কোনো কাল।
কখনো সে সমুদ্রের অতীব নৈষ্ঠুর্মে কতো প্রাণ যায় ঝরে,
কখনো কষ্ট যন্ত্রণা ভারে অনেকে বেঁচে থেকেও রয় মরে।
বালুভরা তট অবাধ ঢেউয়ে ভাঙে সে ভরা জোয়ার কালে,
আশানিরাশার চোরাবালির ফাঁদে পড়ছে কেউ দৈব চালে।
জোয়ার ভাটার মরাকাটালে কতো লোক যে হারায় দিশা!
এক কালে যে তারই পূর্ণিমা তিথি, অন্য কালে অমানিশা।
এ সমুদ্রে ডুবে সেই তো মরে জীবন বোধে যার বড় ভুল;
সদা সতর্কতায় যে সাঁতরাতে জানে সেই পেয়ে যায় কূল।