হোক না কঠিন, অসম্ভব যে নয় এভারেস্ট পাড়ি দেয়া;
অসম্ভব তো নয় প্রশান্ত পেরোনো ভাসিয়ে ছোট্ট খেয়া।
দুর্গম তো নয় অচিন দেশ কোনো, জয় করে তার মাটি
উড়িয়ে দেয়া বিজয়ের নিশান, গড়ে তোলা বসত ঘাঁটি।
চন্দ্র বিজয় ধ্রুব সত্য এখন, মঙ্গলেও বুঝি বাঁধবো ঘর;
গ্রহান্তরে ছুটে যাচ্ছে মানুষ, প্রায়ই যে শুনি এমন খবর।
সাত আসমানে পাখা মেলে আজ চলছে মানব যন্ত্র সব,
ভূ-অভ্যন্তরে, সুড়ঙ্গে সুড়ঙ্গে শুনি জনমানুষেরই কলরব।
সময়কেও হার মানাবে মানব, ধারণা নয় অসম্ভব কিছু;
মানব অভিধানে 'সম্ভব' সব! সম্ভাবনা যায় চেষ্টার পিছু।
বলি তবে শোনো, হে মানব জাতি, ভাবো তো কিছু ক্ষণ-
বলো, কতো বার জয় করেছো তুমি কতো মানুষের মন?
মানুষের মন জয়লাভের কাছে মহাবিশ্ব জয়ও অতি কম;
এ দুনিয়াতে মানুষের মনই বুঝি সবচেয়ে দুর্জেয়, দুর্গম।