তোমার সরল অন্তরকে আহত করে যার রূঢ় আচরণ
তুমিও কি সম আচরণে তার প্রতি প্রতিশোধপরায়ণ?
তোমার দারিদ্রে উপহাস যে করে, বিদ্রূপে ছুঁড়ে তীর;
তার জবাব দিতে অপেক্ষায় থাকো যোগ্য সুযোগটির?
তোমার কাটা ঘায়ে ছিটোয় যে নুন সুযোগ যদি পায়,
তুমিও কি তবে সুযোগ পেলেই নুন দাও তারই ঘায়?
তোমার সততায়, সরল বিশ্বাসে আঘাত করলে কেউ,
তার তরে কি তুমি কামনা করো সর্ব অমঙ্গলের ঢেউ?
তোমার প্রতি যার আচরণে নেই আন্তরিকতা-সরলতা
সে লোকের প্রতি তুমিও কি দেখাও আচরণে গরলতা?
মন্দের উপর ফেলতে পারো যদি সদাচারণের প্রভাব
অন্তরে বাইরে গৃহে সমাজে করবে অসীম শান্তি লাভ।
মন্দ স্বভাবে কেউ হয়নি যে জয়ী, গেছে ধ্বংসের দিকে;
সৌজন্য-সহিষ্ণুতা-সদাচারণ ভবে চিরদিন থাকে টিকে।