এ মানব জীবনের চলার যে পথ সে পথ সহজ নয়
কোথাও মসৃণ, কোথাও বন্ধুর, কোথাওবা কাঁটাময়।
এ পথ চলতে লড়তে যে হয় লড়াই হরেক ধরণের,
সে লড়াই জেতা বাঁচার তরে হারলেও নয় মরণের।
যেখান থেকে হারটা এলো সেখান থেকে আবার রণ,
জিতেই যে সে ফিরবে ঘরে এটাই যে তার মরণপণ।
অবিরাম চলা কণ্টকাকীর্ণ পথে কদমতলে রক্ত ঝড়,
জেতার নেশায় যে লড়াই লড়ে কষ্টকে সে করে পর।
ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত দেহ, তবু যে সম্মুখে চলতেই হবে,
জীবের শ্রেষ্ট মানুষ যে সে, হারতে তো আসেনি ভবে।
যুদ্ধের মাঠ ছেড়ে দেয় যে, মনের গহীনে হারার ভয়,
চিরকাল সে জয়হীনই থাকে, আতঙ্ক তার পৃথিবীময়।
সুকঠিন রণ সাহসীই লড়ে বুকে যে তার জেতার পণ,
দৃঢ় প্রত্যয়ে বিজয় ছিনিয়ে গৌরবে ভরায় তার জীবন।