বাধ্য হয়ে কেউ কেউ ঋণকে যাচে থাকে যদি অভাব,
সময়ে অসময়ে ধার-দেনা করা আবার কারো স্বভাব।
হাত পাতা যার সহজাত আচার সে তবে হাত পাতবে,
ঋণ-দেনার বোঝায় নত শির তার তবুও ঋণে মাতবে।
ঋণের বোঝা নিয়ে শয়ন বেলায় যে করে মুক্তি প্রার্থনা,
সকাল বেলা তার ঋণের ভারে জাগ্রত হওয়ার বিড়ম্বনা।
ঘাড়ের উপর যার ধার-কর্জের বোঝা সুখ নাই এক খণ্ড,
ধার-কর্জের সে ভার তার উপর যেনো সৃষ্টিকর্তারই দণ্ড।
হোক কোনো ঋণ যতো বিশাল, হোক না সে ঋণ ক্ষুদ্র;
সে ঋণ নেয়ার অভ্যাসই যে মানুষের নিকৃষ্টতম দারিদ্র।
ঋণের কারণে মানুষ সম্মানও হারায়, বাঁচতেই পায় ভয়;
অভাবী, ঋণগ্রস্থ সে মানুষেরা এ ভুবনে স্বাধীন কভু নয়।