রাজকোষটাকে দিয়েছে ভরে ধন-জহরত ভাণ্ডার সবে,
তবুও রাজার মন ভরে না, নেশা যে তার বিত্ত-বৈভবে।
অভাবী যে প্রজা অনাহারে থাকে প্রয়োজন যে অর্থের,
উদরের জ্বালায় অর্থ খুঁজে সে দিয়ে পুরোটা সামর্থের।
বিলাসের টোপে গলে যার মন তারও চাই শুধুই টাকা,
টাকা বিনে তার অসহ্য জীবন, সে জীবনে সবই ফাঁকা!
গুঁটি গুঁটি পায়ে এগোচ্ছে যে সম্মুখে তার যতোটুকু পথ,
কপর্দকশুন্য হলে কি আর সে পথ পেরোতে রয় হিম্মত?
হাজার প্রকার নেশার ভিড়ে সবার একটি নেশাই মিলে-
পকেটের ভিতর ভরে গেলে টাকায় বেজায় খুশি দিলে।
ধর্ম-জাত-বংশ-বর্ণের ভিন্নতাতে কভু টাকাও ভিন্ন হয়?
টাকার প্রশ্নে ভিন্ন ধর্মের মানুষরা যে অভিন্ন ধর্মের হয়।