ধার্মিকের বেশে কপট সে জন সদাই দু'হাত তুলছে যে
প্রার্থনার ঘরে আল্লা্হর পানে, আত্মীয়-স্বজন ভুলছে যে।
মনের মধ্যে ইচ্ছে যতো পাওয়া-না পাওয়ায় উদয় হয়,
বিধাতার ঘরেতে নিত্য বসে তারই আবেদন সব সময়।
দরগায়-মাজারে ঘোরে সে জন নিজের ইচ্ছে পূর্ণ হোক-
দু'হাত পেতে সেটাই চাওয়া, বুঝে না সে অন্যের শোক।
সকাল-বিকাল-সন্ধ্যা-রাতি আপনার তরে প্রার্থনা যতো,
নিজের তরেই রহমত মাগে; দেখে না সে অন্যের ক্ষত।
ইচ্ছে পূরণে তৃপ্তির হাসি, না পেলে কান্না প্রতিটি প্রহর।
ধর্মের নামে জপা যে তার নিজের যতো কামনার বহর।
দো'আর সময়ে দুই হাত বাড়ায়, পরের কল্যাণে নিথর;
দান করতে বললে দুই হাত লুকায় দুই বগলের ভিতর।
নিজ ইচ্ছে পূরণই মুখ্য যার প্রকৃত ধার্মিক নয় সে কভু।
কতো বড় ভণ্ড ধার্মিক সে জন সেটা ঠিকই জানেন প্রভু।