গরীবের দুঃখে কতো জন কাঁদে, কতো জন গায় গান!
গরীবের শোকে কাতর হয়েছে কতো যে লোকের প্রাণ!
গরীবের কাঁধে দুটি হাত রেখে শান্তনা দেয় অনেক জন,
সমবেদনার বাণী বহুজন থেকে গরীবের তরে হয় বর্ষণ।
মুখেই যতো দারিদ্র মোচন! আদতে ওরা যে সংকীর্ণমনা;
দারিদ্র যদি বেঁচে থাকে তবে অটুট ওদের বড়লোকিপনা।
ত্রাণায়োজনে স্বার্থবাদীতা, মন থেকে ক'জন করছে দান?
আসলে ওরা চায় নাই কভু দারিদ্রের হোক চির অবসান।
দারিদ্র নিয়ে অনেকে ভাবে, ক'জন কমায় গরীবের শোক?
তাদের জন্য কিছু করে আসলে খুবই অল্প সংখ্যক লোক।
সংখ্যা লঘিষ্ঠ ধনীরা যেখানে স্বার্থসিদ্ধিতে ব্যস্ত অকপটে,
সেখানে শুধুই বাণী-স্লোগানে দারিদ্র কভু কমবে না বটে।