ইতিহাসের ভাণ্ডার খুলে তোমার দুচোখ যা দেখতে পায়-
ক্ষমতালোভী কত শাসক নিজ রাজ্যকে বিগ্রহে পোড়ায়!
সিংহাসনে আসীন যে আজ তমসাগ্রস্থ তার জৈবিক বুদ্ধি
আখেরে তার জীবন গেলেও হয় না যে তার কোন শুদ্ধি।
একবারের ঐ লভিত মসনদ আঁকড়ে রাখতে চিরটাকাল,
তার বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে নরক হবে তার আয়ুষ্কাল।
যে শাসকের দূরদৃষ্টি খঞ্জ সে তো চায় না বিপক্ষের দল,
সে চায় হাতে সর্বময় শক্তি, বিত্তবৈভবে নিজ পরিমণ্ডল।
এক হস্তে রয় রাজ্যের সম্পদ অন্য হস্তে রাজকোষ বন্দি
আজীবনের জন্য সে বাঁধে যেন ক্ষমতার সাথে দৃঢ় সন্ধি।
ক্ষমতা হলো ঋতুর মতো সময়ে সময়ে হবে পালাবদল,
যে শাসকে বোঝে না এ সত্য তারই ভাগ্যে ফলে কুফল।
যে দিন জনতা দাঁড়ায় রুখে দৃপ্ত স্লোগানে ঐক্যের হিম্মত
সে দিন শাসকের আরশ নড়ে খুঁজে পায় না পলায়ন-পথ।
জনতার গড়া ফাঁসিকাষ্ঠে দাম্ভিক শাসকের সমাপ্তি আসে,
ক্ষমতালোভী সে শাসকের দম্ভ আস্তাকুড় পায় ইতিহাসে।