স্বাধীনতা মানে সর্বদা সততার সাথে পরিশুদ্ধ পথে চলা,
প্রতিকূলতাতেও উচ্চ সাহসে গৌরব গরিমার কথা বলা।
স্বাধীনতা মানে প্রাণের মূল্যে পাওয়া মানুষের অধিকার,
নিষ্প্রাণ বসুধা 'পরে সঞ্জীবনী শক্তির চিরন্তন স্বাধিকার।
স্বাধীনতা মানে ঐক্যশক্তি, সুখ ও শান্তিময় সজীব প্রাণ,
সকল প্রকার ব্যাবধান ঘুচিয়ে করা গণমানুষের কল্যাণ।
স্বাধীনতা মানে সত্য, সুন্দর পৃথিবীর বুকে চলন অবাধ,
ঘনিষ্ঠ অবয়বে সব মানুষের সম্মিলন, নাই কোন বিবাদ।
স্বাধীনতা মানে মুক্ত হাওয়ায় নিশানের বুকে অধীর ঢেউ,
আপনার মাঝে সকলের ছায়া, একাকীত্বে নয় তো কেউ।
স্বাধীনতা মানে সুচিন্তার চর্চা, দেশপ্রেমবোধে জাগ্রত মন,
প্রাণপণে নিজ দেশকে রক্ষা, দেশের তরে জীবন সমর্পণ।
স্বাধীনতা মানে স্বীয় সংস্কৃতির মাঝে পরম্পরায় বসবাস,
বলীয়ান ঐক্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাস।