স্বল্প কালের জীবন নিয়ে নিত্য মানুষ আসছে হেথা
সেই জীবনের পূর্ণ যাপন যায় না করা নিস্ফল, বৃথা।
তাইতো সবাই হরেক আশে হৃদ গহীনে বিশ্বাস গড়ে
সে বিশ্বাসেই ফাটল ধরে মানুষের চোখে কান্না ঝরে।
কিছুতে যার বিশ্বাস নাই বোঝে না তার কারণ যে কী,
তবুও সে অবিশ্বাসই করে, ভাবে এ ভবে সবাই মেকী।
যে থাকে বিশ্বাস নিয়ে সেও জানে না কীসের জোরে
আপন মনের গহীন আবাসে রাখবে বিশ্বাস চির তরে।
যে বিশ্বাস মেলায় বস্তু সেই বিশ্বাসও যে অতি বিধুর,
যে বিশ্বাসে দাঁড়িয়ে সবাই সে বিশ্বাসই যে ক্ষণভঙ্গুর।