. ধর্মান্ধতা, কুসংস্কার, গোঁড়ামির প্রবাহমান বিষে
কলুষিত এ জাতির ভবিষ্যৎ হারিয়ে ফেলবে দিশে!
ওহে সচেতন মানব সমাজ, ঘুমিয়ে থাকবি নাকি?
ঘুণে ধরে দেশের আশার বৃক্ষে, মরণ খানিক বাকি।
দেশমাতৃকার গরবে যে তোরা গেয়ে যাস এত গান,
সে দেশপ্রেমে কী হবে আর যদি দেশই হারায় প্রাণ?
জেগে উঠবার এখনই যে সময়, আলস্যে দে ছুটি;
যে কুলাঙ্গার দেশটাকে পোড়ায় চেপে ধর তার টুটি।
সমাজের যদি করবি সংস্কার দৃষ্টি দে তবে মূলে,
উপড়ে ফেলে দে সমূলে ওদের না হলে উঠবে ফুলে।
সরাতে জঞ্জাল যদি না হয় মূলেরই উৎপাটন
পুরো সমাজে তবে ছড়াবে ওরা দহনের জ্বালাতন।