মানুষের ঔরসে জন্ম নিয়ে মানুষ হচ্ছে কয়জনে?
মানব খোলসে অনেকে পশু হচ্ছে স্বভাবে আচরণে।
শিক্ষার নামে অশিক্ষা-কুশিক্ষা, ধর্মান্ধতার অন্ধকার,
সাম্প্রদায়িকতার অন্ধ আবেগ, গোঁড়ামি, কুসংস্কার
ক্ষণে ক্ষণে সেই মানুষের মধ্যে গড়ে এক পশু বন্য
যে সদা ব্যস্ত শুধু স্বীয় হীন কামনা পূরণের জন্য।
মানুষের রক্ত ঝরিয়ে মাতে উদাম আনন্দ উল্লাসে
মনুষ্য খোলসে পাষণ্ড সাজে বিকৃত রুচির সোল্লাসে।
'হতভাগা'ই সে কভু তার কলঙ্ক তিলক ছাড়লো না!
মানুষের এ পৃথিবীতে এসে মানুষ হতে পারলো না।