যে সন্তানের জন্ম হলো আজই দিতে হবে তাকে নাম;
আয়োজন করা হলো কতো কিছুর, কতো যে ধুমধাম!
শত, হাজার নামের যোগাড়; তাতে বাছাই করে করে
রাখা হলো সে শিশুর নাম, অবাধ্য আশা অন্তরে ভরে!
যে নাম তার রাখা হলো আজই সহজে তাকে ডাকতে,
অন্যের থেকে আলাদা নামেই অন্যের মাঝেই থাকতে।
আধুনিক নামে গর্ব ঝরে, সেকেলে নামেতে লজ্জা হয়!
খ্যাত, কুলীন, দামী নামে কারো অহঙ্কার যে মজ্জাময়।
এ নামের কি আর মূল্য থাকে যদি কর্ম না হয় ভালো?
কর্ম গুণে নাম আলোকিত হয়, কুকর্মের দোষে কালো।