প্রাণোচ্ছলতার উম্মাদনায় মেললে রে মন পাখা,
শাসন, বারণ, রীতির বাঁধনে যাবে আবদ্ধ থাকা?
দুটি মনের ভাবাবেগে উন্মত্ত হবার এইতো সময়,
শেষ পরিণাম যাই হোক প্রেমতো হোক সুমধুময়।
শ্রুতির ঘাড়ে প্রতিশ্রুতি অজস্র হোক তবুও জানি
হিসেব করলে প্রেম যমুনার দুকূল হবে অপমানি।
সুখবাসনার মিলনকালের ভুলে যাওয়া ক্লান্তিগুলি
হারিয়ে যাক বিস্মৃতি তলে, উড়ুক সেথা শুষ্ক ধূলি।
সুসময় আর দুঃসময়ের হিসেবখাতা থাকুক পড়ে,
সুখ সমীরণ ছড়িয়ে যাক প্রেম ভবে প্রতি প্রান্তরে।
আজ কী পেলাম, কাল কী পাবো- সে হিসেব নয়,
উদার হৃদয়ে ভালোবাসা তো সৎ প্রেমের পরিচয়।
সর্বস্ব হারিয়ে যে বুঝতে পারে ভালোবাসার মানে,
নিঃস্ব হলেও সেই তো কেবল ভালোবাসতে জানে।