আপাত দৃশ্যমান যা হয় তো সে দৃশ্যটা নয় নির্ভুল;
ভুলকে সঠিক ভেবে কতোজনই তো গুনছে মাশুল।
দৃষ্টিশক্তিই যদি নানা খুঁতে ভরে যায় কী হবে তার?
দুচোখের ভুল দেখায় কী করে করবে সঠিক বিচার?
না দেখে-ছুঁয়ে যদি সবকিছুকেই ভাবো পরশ পাথর,
সাধারণ পাথরও যে রত্ন রূপের দর্পে হবে শক্তিধর!
দৃষ্ট সে বাহ্যিকতা ভ্রম বৈ কিছু নয়, ফল যার ক্ষতি;
অন্তর্নিহিত যা তাই তো প্রকৃত সত্য, বাস্তবতা অতি।
বিচারের আগে তাই সত্য উম্মোচনে হও দায়িত্ববান;
অশুদ্ধ, ভুল বিচারে হয় তো ঝরে যাবে নিষ্পাপ প্রাণ।
সরূপ উম্মোচন না করলে কী করে সত্যটা জাগবে?
চোখে কালো চশমা পরলে সব কালোইতো লাগবে।