ভদ্রলোক যিনি 'সদাশয়' তিনি, দয়ালু তিনি মনে;
সময়ের ফেরে বদলান না তিনি স্বভাব, আচরণে।
কথায় নম্র কর্মে মহৎ, সহজাত যাঁর মানবতা গুণ
নিজ চিন্তা করেও যিনি জন-কল্যাণে ফোটা প্রসূন।
মানুষে গড়া সমাজটাকে মানেন যিনি নিজের ঘর,
বোধ-বিচারে ভাবেন সবাই আত্মীয় যে জনম ভর।
পরের কল্যাণ কাম্য যে তাঁর, পরদুঃখ কাঁদায় মন;
পরের কারণে রাখেন বাজি সকল রণে নিজ জীবন।
শালীন আচারে, আলোকিত মনে ভদ্র তিনিই বটে,
ভদ্র সে মানুষের জীবনে কভুও অমঙ্গল নাহি ঘটে।