রাতের আঁধারে ধরণী যখন ডুব খায় ঘোর কালোয়
ঐ দৃষ্টিনন্দন প্রাসাদ তোমার ঝলমল করে আলোয়।
সুন্দর করে সাজিয়েছো যে ঘর আলোক ঝর্ণা দিয়ে
তোমার সে ঘরে স্নিগ্ধ সমীরণ আসে বুঝি সুখ নিয়ে?
ও সোনারূপ শরীরে তোমার কতো যে রত্ন-অলঙ্কার
দর্শক চোখে ধাধানি লাগাতে পেরে দেখায় অহংকার।
সোনার ছোঁয়ায় উৎসিক্ত দেহে যতো বসন আচ্ছাদন
ঢেকে দেয় তোমার হৃদয়ের কালো, বহুবিধ কলুষণ!
কৃত্রিম আলোয় বেষ্টিত মানুষ আলোকিত মানুষ নয়,
উজ্জ্বল উন্নত অন্তরমম আলোকিত মানুষের পরিচয়।