যেখানে বাহারি কর্ম, পেশার মানুষের সন্নিবেশ
লাখো, কোটি সংখ্যার মানুষ গুনে করবে শেষ!
সেই মানুষের মাঝে আছে শিক্ষিত, দীপ্ত, জ্ঞানী;
তেমনই আছে মূর্খ, নির্বোধ, হটকারি, অভিমানী।
কেউ বলে যায় যুক্তির কথা, কেউবা শুধু শোনে,
কেউবা অযুক্তির ঝর্ণাধারায় আপন বাক্য বোনে।
তবু সেখানে যুক্তির পালে বয়ে যায় বেশ হাওয়া
কোটি মানুষের মাঝে বেশি যুক্তিকে যায় পাওয়া।
কখনো ভেবো না আমজনতায় বুদ্ধি-বিবেক শেষ,
তাই কখনোও যেও না দিতে জনতাকে উপদেশ।
যে বিচার করে জনতার আদালত হয় না তা ভুল,
জনতাকে যারা নির্বোধ ভাবে তারাই হারায় কূল।