প্রসাধন আর রঙ্গিন বসন সাজালো ঠিক তোমার কায়া,
অলংকারের ঝলমলে রূপে দেখিয়ে দিলে রূপের মায়া।
নিজের ঘরটাও সাজিয়ে নিলে ফুলেল গন্ধে, আসবাবে;
গড়লে বাগান সারা উঠোন জুড়ে, সুন্দরবোধ হাবভাবে।
গুছিয়ে নিলে আশপাশ ঠিক, বাড়িয়ে নিলে নিজের নাম,
ইট-পাথর আর মোজাইক প্রলেপ দিয়ে তোমার গৃহধাম।
যুগের হাওয়া, হালফ্যাশনে সাজাও তোমার সব অনুরাগ,
ইলেকট্রনিক্স ও রোবটিক্স সেবায় পূর্ণ তুমি একশো ভাগ।
নিজেই সাজলে, সাজালে ঘর, সাজালে গৃহের ভিতর শুধু,
সাজহীন সমাজ, অগোছালো দেশ, পৃথিবীটা মরুভূমি ধুধু!
নিজ ঘর-গৃহসজ্জায় মগ্ন যে জন, পৃথিবী সাজাতে যায় না,
তেমন মানুষ অযোগ্য সমাজের, পৃথিবী সে মানুষ চায় না।
সজ্জিত মনে সুন্দর মানুষ পৃথিবীর রূপে মনোযোগী রবে,
এই পৃথিবীকে তিলোত্তমা করার সুমহান কাজে ব্রতী হবে।