দ্রোহের জগতে কান্ডারী তুমি
সাম্য স্লোগানে মহীয়ান,
মানুষ-মানুষে এক করেছিলে,
ঘুচিয়ে দিয়েছো ব্যবধান।
সভ্যতার বুকে এনেছিলে বোধ,
এনেছিলে ভালোবাসা,
নিপীড়িত জনে জাগিয়ে দিয়েছো
প্রতিবাদের ভাষা।
মানুষেরে তুমি শীর্ষে টেনেছো
গেয়েছো সাম্য-গানঃ
মানুষের চেয়ে বড় কিছু নাই,
নাই কিছু মহীয়ান।
অথৈ সাগরে সাহস দিয়ে
দূর করেছিলে ভার,
দুর্গম গিরি, মরুর বুকে
করেছো হুঁশিয়ার।
কালির অক্ষরে ধরিয়েছো তুমি
ভন্ডজনের ছল,
শাসক আসন নাড়িয়ে দিয়েছো,
হওনাই দূর্বল।
মৌলবাদের শিকড়ে তুমি
আঘাত হেনেছো ঠিক
পথ হারানো মানুষগুলোরে
দেখিয়ে সঠিক দিক।
সুরের পাখি, গানের পাখি,
সাম্যবাদের ফুল,
মানবধর্মের কান্ডারী তুমি,
বিদ্রোহী নজরুল।