দূর্নীতি হোক কিম্বা চুরি,
ঘুষ কিম্বা চোরাকারবারী
লুট করে হোক তবুও কামাও টাকা।

হুন্ডিতে হোক কিম্বা ছিনতাই
পথ মন্দ হোক না রে, ভাই
পারলে অন্যের সঞ্চয় করে দে ফাঁকা।  

জেল কিম্বা জরিমানা
তোমার তরে হতে মানা
কালো টাকা কামাও আরো
নেই তো কোনো বাধা।  

কোন সে পথে এলো টাকা
লুটপাট? আয়ের পথটা বাঁকা?
সেসবের খোঁজ কে নেয় বলো?
কালো টাকাই হবে সাদা।

হিসেব করে 'কর'টা দিলে
কালো টাকারও বাহাবা মিলে
এই তো আমার দেশ!

আইন-আদালত কিম্বা বিচার
কী আর বলো করবো তোমার?
'কালো' টাকা করলে 'সাদা'  
বলবে তোমায় 'বেশ!'