ঝড় উঠেছে মানবকুলে
ঝড় উঠেছে, ঝড়
ভেঙ্গে চুরে করলো যে নাশ
মানবতার ঘর।
ভাসছে মানব সাগরবুকে
মরছে ক্ষুধায়, ধুঁকে ধুঁকে
দিচ্ছে না কেউ ঠাঁই।
লাখো-কোটি মানব ভবে,
তবুও না পাশে রবে!
এতো মানব চারিদিকে
আপন কেহ নাই!
কোন সে ভোলে মাতাল মানুষ
হুঁশ হারিয়ে শুণ্য, ফানুস?
চতুর্দিকে মানব হলো
ইবলিশেরই চর।
সর্বনাশা ইতরপনা
করলো বুঝি ভর।
ঝড় উঠেছে, ঝড়
মারিয়ে দিলো মানবতা,
সবাই হলো পর।
পাশের ঘরে মরলেও কেউ
কান্না কানে লাগে না!
অসহায়ের বিলাপ-রোদন
দেখেও বোধ জাগে না!
খুব কাছেরই মানুষগুলো
হচ্ছে এতো পর!
ঝড় উঠেছে, ঝড়
বিভাজনের পর্দা টেনে
ভাঙছে সুখের ঘর।
বোন,জননীর গতর ধরে
পশুর খেলা মানব করে।
শরম হায়া মরণমুখী,
নিষ্ঠুরতায় বর!
ঝড় উঠেছে, ঝড়
মানুষ খাবে খুবলে পিষে
মানুষেরেই ধর!
আপনজনের রক্তমেখে
হাসছে যে লোক কতো!
মানুষগুলো নিচ্ছে যে রূপ
জানোয়ারের মতো।
অসীম লোভে অন্ধ মানুষ
হয়েছে বর্বর।
ঝড় উঠেছে, ঝড়
সর্বনাশা ঝড় উঠেছে
মানুষের ভিতর।
(কবিতাটি সেই সকল অসহায় মানুষের দুরাবস্থাকে নিয়ে লেখা যারা একটু উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন উন্নত দেশে ঠাঁই পেতে অবৈধ বিপদসংকুল পথে সাগর পাড়ি দেবার চেষ্টা করে।)