হাজার লাখো পাখির ডাকে রাত্রি দেখে শেষ
ধরণীর বুকে ছড়িয়ে পড়ে প্রভাত রবির রেশ।
সবাই ছোটে যে যার কাজে জাগরিত উদ্যমে
রুজি রোজগার লক্ষ্য সবার মেধা ও দেহশ্রমে।
সুখের দিবস বেশ কেটে যায় মাছ, ভাত ও ডালে
সন্ধ্যা জ্বালে চাঁদের আলো উঠোন, ঘরের চালে।
নিঝুম রাত্রি চোখে আনে ঘুম ভাসে স্বপ্নের ভেলা
এভাবে গ্রামে অবারিত সুখ ছুঁয়ে যায় সারাবেলা।
এখানে নেই বেসুরো জনস্বর, শহুরে দূষিত হাওয়া
এখানে আছে মুক্ত জীবন, প্রকৃতিতে মিশে যাওয়া।
এখানে নেই বিলাসিতা, লোভ, বস্তুবাদের দুঃখ
এখানে আছে সারল্যের গাথা, মহাকাব্যিক সুখ।