জাতীয়তাবাদী, দেশপ্রেম
ধর্ম ধর্ম ছল
ওরা ডানপন্থী দল।
বাঙালিয়ানা, দেশপ্রেম
ধর্মনিরপেক্ষতার ছল
ওরা বামপন্থী দল।
স্বাধীনতার পক্ষে কেউ
কেউ নাকি বিপক্ষে-
ষোল কোটি জনতা ঠিকই বোঝে-
কী আছে কার লক্ষ্যে!
যে দল আছে সরকারে
তারা করে গণতন্ত্র রক্ষা!
যে দল সরকারের বাইরে
তারা 'গণতন্ত্রে' দেখে যক্ষা।
সরকারে গেলে সবাই রূপ পাল্টায়
সাজে মুখোশধারী চিট,
ডানপন্থী, বামপন্থী- যাই হোক,
একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।