লোভের জিভ বাড়ছে শুধু
সবকিছুকেই করছে ধূধূ,
সর্বগ্রাসী মুখখানা তোর,
কিছুই বাকি রবে না!
লাগামছাড়া ইচ্ছেটারে
চতুর্দিকে ছাড়িস না রে
সবকিছুকে ফেললে খেয়ে
হজম তো আর হবে না।
সবারটাকে নিজের ঘরে
রাখিস যতোই বন্ধ করে
ডুবলে বেলা হাতড়ালে আর
লাভ কি তাতে হয়?
আপন জেনে রাখিস যাকে
শেষবেলা কি পাবি তাকে?
অতি লোভে তাঁতির ভাগ্যে
যেমন মরণ রয়।
সময়ও যে করে বিচার
ভাবিস কি কিছুটা তার?
সম্ভিতটারে ফিরে পেলে
শুধাস তারই কাছেঃ
এখন যেটা তোরই সময়
সে সময়ে হবে তো ক্ষয়,
এ দিনের পর ঠিকই জানিস
আরও দিন আছে।