যা কিছু দেখি
যা কিছু শিখি
বুঝি না কোনটা ভুল
কোনটা যে ঠিক।

যা আসে বানে
যা কাছে টানে
জানি না যাচ্ছি কোথায়
কোথা তার দিক।

শুধু ছুটে চলা
শুধু ছলা-কলা
সবারই চেষ্টা শুধু
যেতে হবে আগে।

শুধু সুখ নেশা
শুধু বুকে তৃষা
পাবার তাড়না যেনো
বহুগুনে জাগে।

এতো পথ বেয়ে
এতো কিছু চেয়ে
থামে না কামনা-ঘোড়া
শুধু ছুটে চলে।

এতোগুলো দিনে
এতো পাওয়া বিনে    
জীবনের পর্দা নামে  
ছোটা শেষ হলে।