ঝির্ ঝির্ ঝির্ বৃষ্টি পড়ে
বাদলা দিনের বৃষ্টি,
দুহাত ভরে ধরছি তাকে
বৃষ্টি ভেজা দৃষ্টি,
মুখ ভেজানো জলকে ধরি
ছলাৎ ছলাৎ ছল,
বৃষ্টি আমার হৃদয়টাকে
করে দে উচ্ছল,
মেঘ দমিয়ে ভেঙ্গে আকাশ
পড়ছে জলের ধারা,
আজকে আমার উতলা মন
বেজায় দিশেহারা,
হাত ভরে দেয় বৃষ্টি ফোঁটা,
মন ভরে দেয় দোল,
আজকে আমার বৃষ্টিবিলাস,
মন উচাটন বোল,
শ্রাবণ ধারায় পাগলপারা
মনটাকে না বাঁধি,
আজকে শুধু বৃষ্টি ছোঁওয়া,
বৃষ্টিতে সব সাধি।
ঝির ঝির ঝির বৃষ্টি পড়ে,
পশলা ধারায় বায়,
মেঘ ঘন এই বাদলা দিনে
মন যে উড়ে যায়।
হলদে রাঙা কদমফুলের
পাঁপড়ি ঝরা রেশ,
উড়ে আসা সবুজ পাতায়
আঁচড় লাগায় কেশ।
ঘরের চালে ঝন্ ঝনা ঝন্
বৃষ্টি লাগায় টিপ,
ছিটকে পড়ে মেঝের মাঝে
জ্বালিয়ে রাখা দ্বীপ।
মানবো না আজ কোনো মানা,
মানবো না আজ শাসন,
বৃষ্টিকে আজ দিচ্ছি পেতে
মন পৃথিবীর আসন,
আয় বৃষ্টি ভেঙ্গে আকাশ,
ভিজিয়ে দে রে চুল,
আয় বৃষ্টি ভাঙ্গতে আমার
মন নদীর কূল।