যে স্মৃতি বড়ই বেদনাবিধুর
হৃদয় ভেঙ্গে করে দেয় চুর
চারদিকে কান পাতলেই শুধু
সেই সুর যেনো শুনি।

নির্জন তটে একা বসে বসে
চাওয়া পাওয়ার হিসেবটা কষে
বিষাদ সাগরে ডুবে যাবো তাই
শুধু মৃত্যু প্রহর গুনি।  

কূলভাঙ্গা স্রোত উপচে পড়ে এসে
নিথর দেহটা যাক নিয়ে ভেসে  
স্বপ্নগুলো হোক বিলীন সলিলে  
পাক সে মরণের ঘ্রাণ।  

শোকাহত হাওয়ার জড়তা দেখে
সবকিছু যেনো থামে একে একে
হারিয়ে যায় এক পরাজিত প্রেম
হারায় সে প্রেমিকের প্রাণ।