নুন আনতে পানতা ফুরোক
পানতা আনতে নুন
তবুও ভাই, গুনতে হবে
ভ্যাট কয়েক গুন।

আপেল, কমলা, আঙ্গুর
খাওনা যতোই ফল,
পকেট থেকে ভ্যাট বাবদে
খরচ অবিচল।

চাল, ডাল, মরিচ, পেঁয়াজ
মসলাপাতির দর
বাজেট হাওয়ায় বেড়ে ওঠে
উপরেতে তরতর।

গরীব দেশে কোটি টাকার
বাজেট দেবার বড়াই,
সে বাজেটের প্যাঁচে গরীব
করে বাঁচার লড়াই।

কর-ভ্যাট-মূল্যবৃদ্ধির
ঠেলা সবাই বুঝো,
গরীব-দুঃখীর শিরদাঁড়াটা
হবেই এবার কুঁজো।

মন্ত্রীমশায় নিজের গুণে
যতোই বাড়ান ভ্যাট,
'উনারা' হন রাঘব বোয়াল
আমরা সবাই 'র‍্যাট'।

কষ্ট করে আয়ের টাকায়
কাটছে ভ্যাটের ফি,
কোটি টাকার বাজেট থেকে
আমরা পেলাম কী?