আকাশ,
যে আকাশের স্বপ্ন আমি
প্রতিমুহূর্তে দেখতাম-
সঞ্চয়তা মনে আছে তোমার,
বহুদিন আগে যখন কোনো
রোগ-জ্বালা-যন্ত্রণা ছিলো না।
হ্যাঁ ,
ঠিক সেই আকাশ
যার ঝলমলে উজ্জ্বল মোহময়
এক টুকরো কিনে নেবো;
বলেছিলাম তোমায় নন্দনের
বাসস্টপে দাঁড়িয়ে,
আর সেই দিন মনে পড়ে...
ওই
যে ঠিক ওরকমই এক-
আকাশের তলায় আকাশের দিকে
আঙ্গুল দেখিয়ে আমায়,
আমার স্মৃতির মধ্যে তলিয়ে যাওয়া
আমার একআকাশ স্বপ্ন মনে
করানোর চেষ্টা করছিলে।
আমি মনে মনে বলেছিলাম
' সঞ্চয়তা আমার মনে আছে ! '
কোনো ভাবেই বোঝা যাবে না,
কিছুক্ষন
আগেই এক পশলায়
দুজনে কাক স্নান হয়ে
দাড়িয়ে ছিলাম মেঘাচ্ছন্ন-আকাশের নীচে।
তারপরে আবার সেই ঝলমলে আকাশ!
তার মধ্যে যে কি লাবণ্য দেখাচ্ছিল তোমায়,
তোমার সম্পূর্ণতা। যেন...যেন
মনে হচ্ছিল শীতের সকালে
কোমল সবুজের উপর শিশির কণাগুলো
একমুঠো সূর্য ঝলমল করে;
তেমনি ঝলমল করছিল তোমার
কোমল শরীরে জড়িয়ে থাকা
অবশিষ্ট বৃষ্টির বিন্দুগুলি...
কি!
অদ্ভূত! যে স্বপ্নের আকাশ তোমার
স্বপ্নের মধ্যে ফুটিয়ে তুলেছিলাম,
তুমি হয় তো এখনও বুঝতে পারোনি
সেই কাব্য পূর্ণ ঝলমলে পেছনে
লুকিয়েছিল ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন
ব্যর্থ মেঘের গল্প ।
তবে নির্ভয়ে থেকো সঞ্চয়তা।
আর আমাকে তুমি সাহস দিও...
জীবনে অনেক কড়ি জমাবো-
আর সেই কড়ির বিনিময়ে
এক টুকরো ঝলমলে আকাশ কিনবো;
শুধু আমার সঞ্চয়তার জন্য....