পৃথিবীর অসুখ হয়েছে আজ!
কেন জানো?
সঞ্চয়তা,
সেইদিন কেঁদেছিলো।
বুকের মধ্যে আদর করে টেনে -
জড়িয়ে ধরে শান্ত করেছিলাম ।
তবে তার রেশ এখনো রয়েছে
তাই পৃথিবীর অসুখ হয়েছে আজ!
পুকুর ধারে সিগারেট ও হৃদয়ের
কোমল খেলায় মত্ত
এমন সময়, সঞ্চয়তা এসে
আমাকে মরণ নেশা থেকে বাঁচাতে গিয়ে
ধোঁয়া কে গিলে খেতে চেয়ে
খুব কষ্ট পেয়েছিল ;
তাই আজ পৃথিবীর বড়ো অসুখ !
সঞ্চয়তা কলেজ থেকে ফিরে
হাউ হাউ করে কেঁদে খুব
কষ্ট পেয়েছিল, কেন জানো?
সঞ্চয়তার দাদা তাদের মা -কে
ভাত দেয় না।
সঞ্চয়তার কষ্টকে মলিন
করার চেষ্টা করেছিলাম;
তবে তার রেষ থেকে গেছে,
তাই পৃথিবীর খুব অসুখ আজ!
গত বছরে গঙ্গার পারে
সঞ্চয়তা, আলতা মাখানো পা দুটি
জলের মধ্যে ফেলে বিলীন
হতে চেয়ে ছিলো;
এমন সময়,
একটি শিশু পিছন থেকে এসে
করুন ভাষায় বলল - ' দিদি দুটো
টাকা দেবে.. দুদিন কিছু খাইনি...'
সেদিন সঞ্চয়তা আমার বুকে
মাথা রেখে চোখের জল দিয়ে
ভিজিয়ে দিয়েছিলো আমার বুকময়।
তাই পৃথিবীর খুব অসুখ আজ!