হ্যাঁ
তোমার প্রতি মুগ্ধ হলাম,
কেন?
তোমার ভুতকাহিনী আমাকে মাতাল করে দিয়েছে......
ঠিক, তোমাকে প্রথম দেখায় ভালোবাসিনি;
তোমাকে প্রথম দেখায় আমার রক্ত জেগে ওঠেনি!
হ্যাঁ,
তোমার কষ্ট আমায় পাগল করে
দিয়েছে; সেই কষ্টের মধ্যে পাগলামি করতে চাই...আমি-
তুমি আমাকে বাঁধা দেবে, আমি শুনবো না!
তোমার মিষ্টি সুরে আমি কিন্তু ভুলিনি
তবে, কিন্তু তোমার সংগ্রামের ধারণা আমার লাল ধমনীতে সবুজ শিরা জড়িয়ে ধরেছে....!
তুমি হাসবে,
কিন্তু আমি কাঁদবো না...
তোমার লড়াই আমার দেহতে উত্তাপ সূর্য হয়ে উঠেছে|
তুমি সুন্দরী আমি প্রেমে পড়িনি.
তোমার সুন্দর গায়ের গন্ধ আমি প্রেমে পড়িনি¡
কিন্তু তোমার যুদ্ধু আমার মনে প্রেমের নেশা জাগিয়েছে...
তুমি হাসবে ?
আমি কিন্তু কাঁদবো না!