মা গো তুমি ভালো আছো?
না কি আমায় ভুলে গেছো !
আমি কিন্তু তোমার সেই সন্তান,
তোমার প্রতি নেই আর অভিমান....
তুমি যখন আকাশের তারা হলে
' আর ফিরবে না ' -লোকেরা তাই বলে।
তবে এখন আর দুঃখ নেই আমার
' মানুষ, মানুষের '- এটাই বলতে বারবার।
সেই মানুষ আমার মনের অন্তরে,
তোমার ভালোবাসায় উঠবো আমি ভরে;
কত চাপা ছিলো তোমার বুকে পাথর,
চোরাবালি - মরুভূমির থরথর
বুঝতে দাওনি কোনো দারিদ্র্যের দিন
জন্ম না দিয়েও তোমার কাছে মাতৃদুগ্ধের ঋণ
শোধ দিতে পারবো না আমি -
আমার কাছে তোমার ভালোবাসা দামী।
কত হয়েছে মান-অভিমান , স্মৃতিতে আজ ভরা;
তোমার পোঁতা পেয়ারা গাছটি তোমার অভাবে মরা !
ঘরে ফিরে কাদা লাগিয়ে জামায়
মারতে আমায় , বকতে আমায়,
পরক্ষণেই বুকে টেনে করতে আমায় আদর
ঠান্ডা রাতে চুপটি করে জড়িয়ে দিতে চাদর।
মা গো আর পাবো না কো তোমায় ফিরে...
চলে গেছো তুমি অনেক দূরে...!
এই জন্মে তুমি আমায় জন্ম দাওনি
তবু আমার কাছে তুমি, শ্রেষ্ট আমার জননী।
আমার প্রতি মরণের পরে, শক্তি করো দান,
আমার হাজার জন্ম, তোমার গর্ভে ; আমি তোমার সন্তান।