এখন সময় যুদ্ধ করবার,
এখন সময় ঘুরে দাড়াবার
ভালো বেশে সমাজে যত বর্বর
সমাজকে মুক্ত করো, তুমি হবে নৃপবর!
আর থেকো না ভয়ে বসে ঘরে
মরচা পড়ে, পচে - গলে মরে মরে,
এসো হায় ; যুবক - যুবতী...
বসে থেকে হবে যে সমাজের ইতি !
কলমের মধ্যে পুরে ফেলো
যত আছে বারুদ - গুলি, নতুন চিন্তা মেলো।
চারিদিকে হাহাকার সমাজের চিত্তে,
তোমাদের প্রয়াসে হবে যে মিথ্যে।
আজ যে রাজা হয়েছে নৃশংস
তোমাদের শক্তি বলে করো তাকে ধ্বংস!
আহ্বান করি, আঠারো - পঁচিশ বয়স বয়সী
কলম ধরো; তোমাদের হাতে সমাজ অগ্র প্রয়াসী !
কলমে - অভিলাষ