নিয়্যাত তোমার শুদ্ধ করো,সকল কর্ম কাজে
স্বর্গ-নরক করছে টলমল,তোমার নিয়্যাত মাঝে।
নামাজ রোজা হজ্জ যাকাত সব ঈমানের ফল
নিয়্যাতের কারণে আমল আকিদা হয় যে বিফল।
বীর সেজে আজ বীরের বেশে যুদ্ধে পরলে ঝাপি
শহীদ-গাজী তোকমা শেষে পরকালে মহাপাপী।
দানবীর সেজে স্লোগানে মুখর নাড়ালে মাটির ভিট
বাহ বাহ শেষে,শেষ দিবসে হতে পার নরকের কীট।
কাবার তোয়াপে মদিনা ঘুরে,মুছেনি পাপের ভার
নিজ শয়তান দৌড়াতে গিয়ে,শয়তান করিছ সওয়ার।
যাকাত প্রদানে বিষপোড়ার মতো তোমারি ছিলো দায়
তব দুয়ার ঠুকিতে গিয়ে ফোস্কা পরিল তাদেরি পায়।
হাট কাপিয়ে,ঢোল বাজিয়ে গাহিছো নিজের গুন
কুরবানীর পশু জবেহ আগে,করো মনের পশু খুন।
আলেম সেজে দাপিয়ে বেড়াও,নিজেকে করো জাহির
তুমিও জাননা কখন কিভাবে,হলে ধর্ম থেকে বাহির।
উপবাসের শিকলে করিছো বন্দী,উপমা হলো রোজা
নফস তোমার পরাণ ভরিয়া ভোগীছে খাদ্যের বোঝা।
সিজদাহ্ লুটিয়ে করিছ কান্না,কপালে ফেলেছো দাগ
নবীর পিছনেও মোনাফেক পড়েছে,ঈমানে ছিলো ফাক।
পাগড়ি-জুব্বা,তাসবীহ হাতে দাও তাহাজ্জুদের আযান
লোক সমাজে গেয়ে বেড়াও সদা আপনার গুনগান।
একই কর্মের দু'রকম ফল, বন্দু কেমনে হয় তা কহ
যেমন মুখে আল্লাহ যপো,অন্তরে শয়তানের বাণী বহ।
আমাদের যত ধর্ম কর্ম নিয়্যাতের মাঝেই ঘটে পরিচয়
যাহা করি তাহা আল্লাহর রাহে,আল্লাহকে করি যেন ভয়।