যদি ভোজন বেলায় ভোজনালয়ে
কাহারো আগমন ঘটে অকস্মাৎ,
অনুমতি বিনে যদি ভোগে শস্য কণা
যেনো বাড়িয়েছে সে জুলুমের হাত।
যে জন বিনা দাওয়াতে অতিথি হয়ে
করে দস্তরখানায় আগমন,
সেতো চোরের বেশে গমন করিলো,
ডাকাতের বেশে করে ভ্রমণ।
যে জন কাহাকেও লজ্জা দিয়ে
করিয়াছে পান বিন্দু সম জল,
ভাই হোক বা বন্ধু আত্নীয়-স্বজন
যেন ভক্ষণ করিল সে নরকের ফল।
যে জন,চাপ প্রয়োগে,বাধ্য করে
আদায় করে নিমন্ত্রণ,
সে যেনো মেজবানকে জবাই করে
সেই মাংসই করিল ভক্ষণ।।