অতি লোভী জন অতি কৃপণ,
দিবানিশি দেখে সঞ্চয় স্বপন।
করে না কভু বিলাস ভোজন,
গায়ে জড়ায়না সৌখিন বসন।
শত রোগে থাকে চিকিৎসা হীন,
শোধিতে চায়না সহসায় ঋণ।
আত্মায় বন্দী অতিথি আপ্যায়ন,
পরের আশায় ডুবে থাকে মন।
ভিক্ষার থালায় নাই ভক্তির দান,
তোয়াক্কা করে না মান-অপমান।
উপচে পরে সর্ব ভান্ডার রতন,
তবু তার কভু ভরে নাকো মন।।