রাগের মাথায় রায় দিওনা,আবেগে প্রতিশ্রুতি
অতি সোহাগ অতি শাসন উভয়টাই ক্ষতি।
শাসনে মনের যত ক্রোধ করো সদা সংযত,
সোহাগে আবেগের কাছে কভু হয়োনা'ক নত।
প্রতিশোধের নেশায় কভু ভেঙ্গোনা নিয়ম নীতি
বিচারকের আসনে বসে করোনা'ক স্বজন প্রীতি।
আমানতের করোনা খেয়ানত,কম দিওনা ওজনে
সম্পর্ক বিচ্ছিন্ন করো না কভু আত্মীয়-স্বজনে।
বিদ্যা শেখাও বুদ্ধির জোরে, করোনা নির্যাতন
শাসনে তব বেত্র ভাংলেও,যেন ভাংগেনা ছাত্র-মন।
ছোটোদের স্নেহ করো,মান্য-শ্রদ্ধা,গুরু সর্বজনে
নম্র হও আর ভদ্র হও প্রতিবাদী হও প্রয়োজনে।
নিয়্যাত যত সহীহ্ করো, ভেঙ্গোনা কভু পণ
তর্ক-বিতর্ক ঝগড়াঝাটি,করো ভাষা নিয়ন্ত্রণ।
বাণিজ্যেতে বাকী করো,শোধো চাওয়ার আগে
বাকী দিও যদি উসুল করতে পারো রাগ-অনুরাগে।
প্রত্যেকে প্রত্যেকের জায়গা করো কর্তব্য পালন
অন্যের দোহাই কভু করোনা'ক হৃদয়ে লালন।
আমিত্ব অহমিকা বেধোনা কখনো জীবনে
হিংসা-রিয়া,অহংকার কভু জ্বেলে রেখোনা মনে।
বিলাসে করোনা ভোজন,ভোজন করো ক্ষুধায়,
খাও-পান-ভোগ করো,অপচয় করোনা বসুধায়।
জীবনের চাওয়া পাওয়া,শুদ্ধ করো যত লেনদেন
ক্ষমা যাচো আল্লাহর কাছে,যাচো আল্লাহর প্রেম।।