চক্ষু জানে কত নারীর ছবি বেধেছে তার ফ্রেমে
দৃষ্টি লোলুপ জেনার নেশায়,কত যৌনতার প্রেমে।
কত রতিক্ষণ,মোহমন্থন কত চোর-চুম্বন কল্পনায়
হাটে-ঘাটে মাঠে,যাত্রাপথে ছবি কিংবা আল্পনায়।
বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা সর্বজনে
যৌনতার বর্ষণ করেছি ধর্ষণ প্রকাশ্যে গোপনে।
হস্ত জানে উম্মাদনায় ছুয়েছে কত কত শত দেহ
কতশত মাইল হেটেছে এ পা জানেনা তো কেহ।
মুখের ভাষায় রস আহরণ,কত মধুর সুধা পান
পর নারীর কত চুম্বক বাণী,শুনেছে সদা দু'কান।
হৃদয় জানে কত কোটি নারীর করেছে বস্ত্রহরণ
পরেছে শুধু চোখের পলক,পরেনি হৃদে আবরণ।
কথা কাজে হৃদয় মাঝে বেজেছে জেনার সুর
সিজদার মাঝেও দিয়েছে উকি হয়নিতো সে দূর।
দেখিনি কভু নাম শুনেই এঁকেছি হাজার ছবি
কামনার প্রদীপ নিভেনি কভু,নিভেছে শশী-রবি।
শূণ্য কায়া ছায়ার মায়ায় জীবন হলো বেদনাহত
প্রভুর নিষেধ অমান্য করে করিনি দৃষ্টি অবনত।
নফস ধোকায় হয়েছি বোকা ঈমান আমল ক্ষয়
লিপ্সার ছোবলে হেরেছি শুধু হয়েছে পরাজয়।।