চর্চা করো না মন কেবল অন্যর দোষ
তার পরিণতি জানলে হবে যে বেহুশ।
করোনা কারো মন্দ কামনা তিক্ত বিষে
কথার কথা হেলা খেলা শুধু মিছে মিছে।
সত্য মিথ্যা সংমিশ্রণে করোনা চোগলখোরি
মোনাফেকি পরায় স্বাধীন পায়ে দাসত্বের ভেরি।
চাটুকার পায় না কভু সম্মানের জীবিকা
তার জীবনের সকল স্বপ্ন শুধুই মরীচিকা।
মন্দ ধারণা পোষোনা হৃদয়ে অন্যর প্রতি
গড়ো না হৃদয়ে কভু হিংসা ঘৃণার বসতি।
পরনিন্দা পরচর্চা খুলে শুধু নরকের দ্বার
আমিত্ব অহমিকায় জীবন হয় ছারখার।