মুখেতে সোনার চামচ,
পেটে ক্ষুধার জ্বালা
দাও মা দূ'মুঠো ভাত,
চাইনা সোনার থালা।
মণি মুক্তা মাথার মুকুট,
চাই না রত্ন সম্ভার,
চাই শুধুএক টুকরো কাপড়,
লজ্জা ঢাকিবার।
চাই নাকো মা প্রাসাদ-প্রাচীর
চড়াই-উৎরাই,
দাও মা দাও শুধু মোদের
মাথা গোজার ঠাই।
চাইনা পাকা আকাশ-পাতাল
ধুমকেতু বেগ-যান,
স্বাধীন বেশে চলতে চাই মা
বাড়িয়ে পা দু'খান।
দুগ্ধ-নহর, সিরকা শারাব
সাকী পূর্ণ-মধুর,
দু চুমুক পানির মাঝেই  
চাই যে তৃপ্তির ঢেকুর।।