আফিফা-আতিকা তারা সহোদর
আলোকিত করে মোর জীর্ণ ঘর।
প্রেমে পরিপূর্ণ করে এ জীবন
ভরালে স্বপ্ন আশা ভরালে মন।
একি ডালে ফোটা তারা দুটি ফুল
শান্তি নদীর যেন শান্ত দুটি কুল।
রং তুলিতে আঁকা তারা দুটি ছবি
একি গগনে ওঠা যেন শশী-রবি।
তাদের হাসিতে হাসে বসুন্ধরা
জেগে উঠে যেনো হীন মৃত্যুজরা।
ক্লান্তির অবসরে স্নেহের ছায়া
বিষন্ন হৃদয়ে তারা প্রেম মায়া।
আদরে স্রোত বহে হৃদয় ধারা
তারি ভালোবাসা আমি আত্মহারা।
প্রভু সপে দেয়া শ্রেষ্ঠ রহমত
করিছে প্রেরণ জান্নাতের পথ।
মায়ার খনি তারা চোখের মণি
সুখের বার্তা বাহক আগমনী।
আমার এদেহে,তারা হলো প্রাণ
তাদের মমতা আকাশ সমান।
হৃদে জেগে থাকা তারা শত পণ
কলিজার দু'টুকরো দুটি'নয়ন।
মোর জীবনের যত হাসি গান
ওপারে সাজাবে বেহেস্ত বাগান।।