বাতিল আমাদের একসাথে হাঁটা,
এই বৃষ্টি সকাল ,  মাথা খোলা থাক,
কালো রং দেওয়া শীত মাসের তারিখ,
গায়ে মেখে সুগন্ধী আতর, তুমি কেনো  তৈরী হও ?

যন্ত্রনার আদরে আর কতদিন এই সহবাস ।
দূরে যাওয়ার পর সবকথা চুপচাপ,
একদিন সরতেই হতো আজ বা কাল,
শরীরের মন কাঁদুক আরো  কিছুক্ষণ‌ ।

ভালো হতো সেই রাত আসার আগে
যদি বাঁধ দিতাম আমাদের কথায়
সাগরের উত্তাল উর্মিভঙ্গ ভাঙনে
ভালো থাকাটাই এখন জরুরী অবস্থায় ।

এত চেনা মুখের সামনে মুখ রাখার সাহস কই ?
ভরসা যোগ্য বিচ্ছেদ, তোমার থেকে বঞ্চিত
আমার আকর্ষণের মুখে অন্যজীবনের বই ,
ছোটো সাদা ফুল ভরা হাতের মুঠো,
একসাথে থাকার মিথ্যা স্বপ্নের উৎসব
আক্ষেপ রেখে আর লাভ কি?