আমার জানলা দিয়ে যুদ্ধ দেখা যায়,
এখন আমি দেখতে পাচ্ছি সৈন্যবাহিনীর টহল,
কাল যারা বিক্ষিপ্ত সংঘর্ষে মৃত, তাদের কফিন,
দূরে দেখা যায় একটা কাক ,গাছে পথে আগুন ,
আর দড়িতে শুকাতে দেওয়া আমার প্রেমিকার অর্ন্তবাস ।
সে সব ছেড়ে আমার কাছে এসছে গতরাতে,
ঘরে চাল নেই, শুধু রুটি আর অফুরান জল ।
ভরসা নষ্ট হয়ে গেছে, জন্মেছে ঘৃন্য স্বার্থপরতা,
যুদ্ধের আজ এগারো দিন ।
আমি জানলা ছেড়ে উঠিনি খুব বেশি,
এখন বাইরে আমার প্রেমিকার গুলিবিদ্ধ লাশ দেখা যাচ্ছে,
এই ঘর এখন বেঁচে থাকা কটা সৈনিকের শেষ আশ্রয়,
আর কিছুক্ষন পর আমরাও মরে যাবো,
জানলার কাঁচ ভেঙে গেছে, শুধু পায়ের শব্দ,
কারা যেনো এগিয়ে আসছে, আমরা এই যুদ্ধে হেরে গেছি ।