ইচ্ছে করে কিছু কথা ভুলে যেতে হয় ।
যা বাদ দিলে মহাজাগতিক শোক থাকে,
সময় সংলাপ হারায়, মাতৃগর্ভে চলে স্মৃতি গলন,
সেই শোকেও দিতে হয় নষ্ট আদর ।
আমার স্থবির বোহেমিয়ান রূপকথার স্বপ্নে
দেহ প্রেমের স্নেহকনা এসে জড়ো হয় ।
উত্তাল শূন্য বোধ গ্রাস করে নাগরিক স্তব্ধতা
আবার আমাকে কেউ টেনে নেয় জন্মচক্রের গভীরে ।