মার্কসবাদের জয় হোক
প্রজাতন্ত্রের জয় হোক ।।
কবিদের সামাজিক দায়িত্ব কি ?
আমার জানা নেই ।
তবে অন্য কবিকে ক্যাবিক কায়দায় আক্রমণ করা নিশ্চয়ই নয় । নাকি আধুনিক গদ্যছন্দের কবিদের প্রতি সবাই বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে ।
এতক্ষণে সবাই আলোচনার বিষয়টা বুঝতে পেরেছে । বেশ কিছুদিন ধরে বিভিন্ন কবিতার আলোচনা পড়েছি । সেখানে বিভিন্ন সময়ে দেখলাম, কবি বন্ধু রা আলোচনা প্রসঙ্গে বিভিন্ন কবিতা এনে অপ্রয়োজনীয় ভাবে তার পোস্টমর্টেম করে ।
সেই কবিতার কবিকে তারা ভুল সংশোধন করার নামে দলগত ভাবে আক্রমণ করে । নিজেদের ব্যকরণ জ্ঞান তার উপর চাপিয়ে কবিতাটিকে নষ্ট করে । এরকম হলে স্বাধীনভাবে কবিতা কীভাবে লেখা হবে । নতুন কিছু পেলেই আক্রমণ ।
কবিতায় মন্তব্য অবধি সব ঠিক আছে ।
অসুবিধা হলো কবিতা আলোচনার সময় কবিতার মূল বিষয় আলোচিত না হয়ে আলোচিত হয় কবিতা ভুল বানান - ভুল ছন্দ - আর বেআইনি শব্দ ।
আমি বলছি না ভুল বানান লেখা ঠিক , কিন্তু ভুল বানান পেলেই আক্রমণ- এটা কি ঠিক ।
কবিতা স্বাধীনতার রুপ । কিন্তু সেখানেও রাজনীতি । আধুনিক কবি নামের একটা চাদর চাপিয়ে দিয়ে নতুন চিন্তা ভাবনার প্রতি জোট আক্রমণ । যৌনতা কবিতায় এলে সেখানে আক্রমণ । গদ্যছন্দ চেনা মুখ না এলে আক্রমণ । পারস্পরিক দ্বন্দ্ব।
কবি হিসাবে আমাদের দায়িত্ব দ্বন্দ্বের অবসান ঘটানোর। সংলাপ না বলে বক্তব্য বলতে শেখা ।
শেষ বাক্য বলি অহেতুক সমালোচনা না করে , পাশে থাকুন । আসুন এক আকাশের নীচে হাতে হাত রেখে বলি -
এক মানুষ
এক আকাশ
শুধু বিভিন্নতায়
আমার প্রকাশ ।
ধন্যবাদ ।